
গোয়ালন্দে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রিক্সা-ভ্যান শ্রমিকদের মাঝে চাউল বিতরণ
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রিক্সা-ভ্যান শ্রমিকদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল ১২ টায় দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় দৌলতদিয়া রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ সংস্থার আয়োজনে ১৫০ জন রিক্সা-ভ্যান শ্রমিকের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
দৌলতদিয়া রিক্সা ভ্যান শ্রমিক ঐক্য কল্যাণ সংস্থার সভাপতি মো রহমান এর সভাপতিত্বে দৌলতদিয়া রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মিরাজ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার হোসেন মোল্লা, সহ-সভাপতি মো. সুমন মোল্লা, সাধারন সম্পাদক মো. কাশেম আলী, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদ পাল, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাইনুদ্দিন সরদার, দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।