
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে শিশু ও যুব ফোরামের মত বিনিময়।
ছাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশু সুরক্ষা বিষয়ে শিশু, যুব ফোরাম এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে এগারোটার সময় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট শাখার এপি ম্যানেজার মানুয়েল হাঁসদার সভাপতিত্বে
ওয়ার্ল্ড ভিশনের সভাকক্ষে সভাটি করা হয়।
সভায় শিশু ও যুব ফোরামের উদ্দোগে উপজেলার আটটি ইউনিয়নের শিশুদের বাল্যবিবাহ রোধে সচেতনতা শীর্ষক উঠান বৈঠক, পুষ্টিকর খাদ্যের মাধ্যমে শিশুদের মেধাবিকাশ ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধসহ বিভিন্ন কর্মপরিকল্পনার উপর আলোচনা করা হয়। এবং এতে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন শিশু ও যুব ফোরামের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, এপি ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, এপি ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাসদা, উপজেলা যুব ফোরামের সভাপতি আকাশ মন্ডল, সহ-সভাপতি যুথি মহন্ত, সহ-সাধারণ সম্পাদক লিমন হোসেন, উপজেলা শিশু ফোরামের সভাপতি সুবোধ চন্দ্র বর্মন, শিশু ফোরামের সাধারণ সম্পাদক প্রিয়সী হেমরম, সহ-সভাপতি মরিয়ম বৃষ্টিসহ উপজেলার তিন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণমাধ্যম কর্মীরা।