আর কত সইবো
মহসিন আলম মুহিন
কষ্টের জমাট বাঁধানো-প্রচন্ড থেঁতলানো ব্যথা-
আর কত সইবো-জীবন ভরে তারে বইবো।
উঠতে আঘাত, বসতে আঘাত, খাইতে আঘাত,
কইতে আঘাত, বইতে আঘাত, সইতে আঘাত
আর কত আঘাত নিয়ে-এই বন্ধুর পথ চলবো।।
চারপাশে আছে যারা, শুধু দুহাত ভরে-নেয় তারা,
কিছু নাহি দেয়, তাতেই হাম বড়া ভাব, মমতার বড়ই অভাব, কেমন করে-কোথায় বলো কইবো, আর কত সইবো।।
ভাবনার নেই কূল কিনারা, মায়ারা একটুও পিছু ছাড়ে না, জীবনের চাকা আটকায়-দহনের বিশাল বেদনায়!
নিশ্চুপ থেকেও মেলে-কত গাল মন্দ, অযথা নেমে আসে বিষাদের দ্বন্দ্ব! হারায় জীবনের সুর ও ছন্দ।।
কিলায়ে পাকায় কাঁঠাল, স্বাদের যে পড়ে আকাল, বেরসিকরা বুঝেও তা বোঝে না! ভালো পথ খুঁজে না! অন্ধকারে তালাশ আলো, সে আর হবে কতো লাভ ভালো! আড়ালেই যেতে হবে, সবি পড়ে রবে, কষ্টেরা ঘাড়ে চেপে রইবে-কেউ কিছু নাহি কইবে! এভাবেই জীবন যে, সব ব্যথা সইবে; এমন দুঃখের কথা বলো কার কাছে কইবো-আসলে আর কতো সইবো।