স্বপ্ন সংগ্রাম
মোঃ আহসান কবির রিজওয়ান
যায় উড়িয়ে পাখির বাসা,
ঘুম পারানির নাই দিশা।
চোখে জল মনে বল,
একদিন হব নিশ্চয় সফল।
সময়ের আন্দোলন,
কত বার মরার খবর আসে
ডাকে কবর কিংবা লাশ পুড়ানো শ্মশান।
কত অপমান, কত নিন্দা
গরীবের ঘরে জন্ম আমার,
অভিমান জমা হলেও নাইতো কিছু বলার।
ভাগ্য অথবা পরিস্থিতি সবার জীবনে আছে,
তাইতো জীব আশা নিয়ে সংগ্রাম করে বাঁচে।