বোরহানউদ্দিনে এক ঔষধ বিক্রেতাকে ১৫’হাজার টাকা অর্থদণ্ড করলো- ভোক্তা-অধিকার
জেলা প্রতিনিধি- ভোলা:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয় কর্তৃক ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচনা দরুন বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। অদ্য ১৮ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
তদারকিকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় জমাদ্দর ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১৫’হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সহযোগিতায় ছিলেন, বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকশ টিম এবং অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
অভিযান সম্পর্কে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক নূর হোসেন (রুবেল) জানান, বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঔষধের ফার্মেসিগুলো স্বাভাবিক রাখার জন্য মাঠে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা সর্বদা মাঠে আছে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ ঔষধের মূল্যবৃদ্ধি করতে না পারে। সেজন্য সারাদেশের ন্যায় ভোলা জেলায়ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত রয়েছে।