চাঁপাইনবাবগঞ্জে জমি লীজ দেওয়াকে কেন্দ্র করে আট বিঘা জমির গম ও সরিষা লুট
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জমি জায়গার লীজের ঝামেলার জের ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন গনইর মোজায় অবস্থিত প্রায় আট বিঘা জমির গম ও সরিষা জোর পূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে নাচোল থানা পাড়া এলাকার মোঃ মতিউর রহমান ও তার ভাড়াটিয়া এক দল বখাটে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
জমির মালিক নাচোল থানা পাড়া এলাকার মৃত সৈয়ব আলীর ছেলে মোঃ মতিউর রহমান গনইর মৌজায় আট বিঘা দুই কাঠা জমি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পারদিলালপুর গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ ইমতিয়াজ মাসরুর এবং নওগাঁ জেলার জয়পুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী মোসা: ইসমোতারা কে গত বছরের ০১-০১-২০২১ ইং তারিখ হতে ৩১-১২-২০৩২ ইং তারিখ পর্যন্ত ১২ বছরের জন্য প্রতি বিঘা ১২০০০ (বারো হাজার) করে ৯৭২০০ (সাতানব্বই হাজার দুইশত) টাকায় লীজ প্রদান করেন।
পরে প্রথম পক্ষ জমির লীজ গ্রহীতা ইসমোতারা ও ইমতিয়াজ মাসরুর পারিবারিক সমস্যার কারনে ২য় পক্ষ মোঃ জুলফিকার আলীর কাছে জমি লীজ চুক্তির শেয়ার বিক্রয় নামা দলিল মূলে ৩১-১২-২০৩২ ইং তারিখ পর্যন্ত হস্তান্তর করেন।
২য় পক্ষ জমি লীজ গ্রহীতা নাচোল উপজেলার গনইর গ্রামের মোঃ কাইয়ূম আলীর ছেলে মোঃ জুলফিকার আলী ধার দেনা ও কিস্তি তুলে প্রায় আট বিঘা জমিতে গম,মসূর সহ জাপানি সরিষার আবাদ করেন। পারিবারিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বুক ভরা স্বপ্ন বুনে দিনরাত পরিশ্রম করে গড়ে তুলেছিলেন তার কাঠ ফসলি গম,সরিষার আবাদ। হঠাৎ করে জমির মালিক মতিউর রহমানের সন্ত্রাসী বাহিনীর একটি দল আট বিঘা জমির গম,সরিষা কেটে নিয়ে যায়।
স্থানীয় কৃষক মোঃ ফজলু, জুয়েল, রুবেল সহ বুলবুল বলেন আমরা জানি জুলফিকার খুব কষ্ট করে সরিষা চাষাবাদ করেছে। কিন্তু সরিষা গুলো পাকা মাত্র জমির মালিক মতিউর রহমানের কিছু সন্ত্রাসী বাহিনী লাঠি সোডা অস্ত্রশস্ত্র নিয়ে দিনে দুপুরে সরিষা গুলো জোরপূর্বক কেটে নিয়ে যায়।
প্রতিবেদক জমির আসল মালিক মোঃ মতিউর রহমানের কাছে উক্ত বিষয়ে জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ হয়নি।
এই বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুল ইসলাম বলেন তাদের মধ্যে পূর্ব থেকেই জমির লীজ নিয়ে বিরোধ চলছে।শুনেছি জমির মালিক মতিউর ফসল গুলো কেটেছে।