1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুর পৌর বিএনপি সাবেক সভাপতি মরহুম এডভোকেট কাজী খান ‘ এর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ নরসিংদীর মনোহরদীতে চলছে ভূমি খেকোদের মহা উৎসব ও হরিলুট রূপগঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত ভুয়া জমি রেজিষ্ট্রি দিতে গিয়ে প্রতারক আটক, মুচলেকায় ছাড়লেন ইউএনও  রাজশাহী মহানগরীতে সাইবার হ্যাকার পরিচয়ে প্রতারণা, চুরি ও হুমকি: গ্রেপ্তার ১  রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১২ জন  রাজশাহী মহানগরীতে ফ্রিল্যান্সারের বাসায় হামলা, চাঁদা দাবি ও নির্যাতন: গ্রেপ্তার ৪  নওগাঁ জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটির সৌজন্যে সাক্ষাৎ পোরশায় খাদ্য গুদামে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ

রাজশাহী মহানগরীতে ফ্রিল্যান্সারের বাসায় হামলা, চাঁদা দাবি ও নির্যাতন: গ্রেপ্তার ৪ 

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩০ বার পঠিত

রাজশাহী মহানগরীতে ফ্রিল্যান্সারের বাসায় হামলা, চাঁদা দাবি ও নির্যাতন: গ্রেপ্তার ৪

রাজশাহী ব্যুরো 

রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম এলাকায় এক ফ্রিল্যান্সারের বাসায় সশস্ত্র হামলা, চাঁদা দাবি, মারধর এবং নির্যাতনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সাজ্জাদুর রহমান (২৫),হাসানুর রহমান রাব্বি (২৫), রাকিব হাসান (২৮) ও মো: সানি রহমান (৩০)। সাজ্জাদুর রহমান রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম রায়পাড়ার মো: হাবিবুর রহমানের ছেলে, হাসানুর রহমান একই এলাকার বাবর আলীর ছেলে, রাকিব হাসান একই থানার ভাড়ালিপাড়ার আ: মোতালেবের ছেলে ও সানি রহমান বোয়ালিয়া থানার কুমারপাড়ার মো: হাবিবুর রহমান আল বাশারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার বাসিন্দা উত্তম বাড়ৈ বর্তমানে শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ফ্রিল্যান্সিং এর কাজ করে। গতকাল ১৬ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল সাড়ে ৪ টায় তার বান্ধবী জরুরি প্রয়োজনে তার সঙ্গে দেখা করতে যায়। কিছুক্ষণ পর আসামিরা দেশীয় অস্ত্রসহ উত্তম বাড়ৈর বাসায় জোরপূর্বক প্রবেশ করে। আসামিরা তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ভুক্তভোগীদের মারধর করে ও বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালায়।

এছাড়াও অভিযুক্তরা বাড়ৈর বান্ধবীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। অভিযোগ রয়েছে অভিযুক্তরা তাকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় মারধর করে ও ধর্ষণের চেষ্টা চালায়। উত্তম বাড়ৈ কৌশলে তার সহকর্মীর মাধ্যমে ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে। অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আলামত নষ্ট করার চেষ্টা করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এ সংক্রান্ত শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়।

শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের দিকনির্দেশনায় এবং শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারির নেতৃত্বে এসআই নূর মোহাম্মদ সরদার ও তার টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পরবর্তীতে গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, চাকু ও ভুক্তভোগীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ক্যামেরা, স্টাম্পসহ বিভিন্ন মালামাল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD