টাঙ্গাইলে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি ফিরোজকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দিনগত রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকা থেকে মির্জাপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ফিরোজ জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের আব্দুল রশিদ মিয়ার ছেলে। ফিরোজ পেশায় অটোরিকশা চালক। এর আগে এ ঘটনায় ফিরোজের ছেলে সাব্বির হোসাইনকে (২১) মেহেরপুর জেলার গাংনী থানাধীন রামনগর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে গ্রেফতার করা হয়।