নরসিংদীতে জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় পাট দিবস পালিত
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার
নরসিংদীতে পলিথিনের ব্যবহার পরিহার করি,পাটপণ্যের বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে নরসিংদীর জেলা প্রশাসনের উদ্যোগে পাট বিষয়ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৬/৩/২৪ ইং বৃহস্পতিবার ৬ ই মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আবু তাহের মোঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে ও নরসিংদী পাট অধিদপ্তরের উন্নয়ন কর্মকর্তা মো:খোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের কর্মকর্তা মো: আজমত আলী আকান্দ রেজাউল।প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম,অতিরিক্ত জেলা পুলিশ সুপার কলিম উল্লাহ,জেলা কৃষি সম্প্রসারন অফিসার মো: সোহানুর রহমান,নরসিংদী পাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মোস্তাক আহমেদ,মদিনা জুট মিলস পাট অফিসার অলিউল্লাহ
,বাদুয়ারচর পাট চাষী মো: দেলোয়ার হোসেন,বদপুর পাট চাষী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
জানাগেছে,পাট চাষে কৃষকের আগ্রহ সৃষ্টি,পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি,পাট ও পাটপণ্যের ব্যবহার সম্প্রসারণসহ সোনালী আশ খ্যাত পাটের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে ৬ ই মার্চকে জাতীয় পাট দিবস পালন করা হয়।এ ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও ০৬ মার্চ জাতীয় পাট দিবস,২০২৫ যথাযথভাবে উদযাপনের নিমিত্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।১০ম বারের মত জাতীয় পাট দিবস পালন করা হচ্ছে।পরিবেশ বান্ধব পাট ও পাটজাত পণ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে ১লা জানুয়ারী ২০২৪ তারিখে পাট ও পাটজাত পণ্যকে বর্ষপণ্য ২০২৩ হিসেবে ঘোষনা করেছেন। বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় নরসিংদী জেলায় ও জাতীয় পাট দিবস বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করা হচ্ছে।পাট অধিদপ্তরের অধীনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প চালু করেছেন।উক্ত প্রকল্পের মাধ্যমে পাট চাষীদেরকে পাট উৎপাদন বাড়ানোর জন্য প্রশিক্ষণের মাধ্যমে উন্নত প্রযুক্তি ভাল মানের পাটবীজ, রাসায়নিক সার,বালাইনাশক ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ দেওয়া হচ্ছে।চলতি মৌসুমে নরসিংদী জেলায় পাঁচটি উপজেলায় পাট ও পাটবীজ উৎপাদনকারী ৩৭৫ (তিনশত পঁচাত্তর)জন চাষীদেরকে উন্নত প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ১০,৫৬৪ (দশ হাজার পাঁচশত চৌষট্টি)জন চাষীদেরকে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার,বিতরণ করা হবে।