1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত নরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ  সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছেলে মোয়াজ্জেম নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ যুবক গ্রেফতার লামায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি বাস দুর্ঘটনা আহত ২৫ জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা আলতাদিঘী জাতীয় উদ্যানে পর্যটকদের মন কেড়েছে “কুঁড়েঘর “রেস্টুরেন্ট দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি

রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫২ বার পঠিত

রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো 

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় আরএমপি সদর দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে আরএমপি’র পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে মসজিদ, ইফতার বাজার, কাঁচাবাজার, শপিং মল এবং বাস স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে । একই সাথে ইফতারের সময় ঘরমুখো মানুষ দ্রুত সময়ে ঘরে ফিরতে পারে সে বিষয়ে ট্রাফিক বিভাগ কাজ করছে। তিনি ব্যবসায়ী, মার্কেট ও বাজার সমিতির নেতৃবৃন্দকে যানজট এড়াতে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং দোকানে সিসি ক্যামেরা লাগানোর কথা বলেন। এছাড়াও তিনি যাত্রীদের নিরাপত্তায় পরিবহণের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দকে বাসে সিসি ক্যামেরা স্থাপন করতে বলেন।

তিনি আরও বলেন, সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বদ্ধপরিকর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে এমন কোনো সিন্ডিকেট, চাঁদাবাজ সম্পর্কে কিংবা কী কারণে পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।  তিনি বলেন, আপনারা সাহস করে এগিয়ে আসুন, চাঁদাবাজ, সিন্ডিকেট, ভেজাল পণ্য তৈরি সম্পের্কে তথ্য দিন। প্রয়োজনে ক্যাব বা ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করবে পুলিশ তাদের সাহায্য করবে। তিনি বলেন, শুধু মাত্র আইন প্রয়োগ করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না, এজন্য নৈতিকতা দিয়ে কাজ করতে হবে। ভেজাল ইফতার সামগ্রী তৈরি না করা, পলিথিন ব্যবহার না করা এবং রাস্তা দখল করে বাজার না বসাতে সকলের প্রতি আহ্বান জানান।

সকলের সহযোগিতায় রাজশাহী মহানগরীতে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং যানজট মুক্ত নগরী তৈরি সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় বাজার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী, ডিজিএফআই, র‌্যাব-৫, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা ও এফবিসিসিআই-এর সভাপতি, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ পরিবহণের মালিক-শ্রমিক ও নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও বাজার কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ  যোগাযোগ করার অনুরোধ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD