টাঙ্গাইল রাতের আঁধারে বাড়িতে সিঁধ কেটে চুরি
মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল
ঘাটাইল উপজেলা যেনো অপরাধীদের অভয় আশ্রম, গত দুই মাসে ঘাটাইলে চুরি ডাকাতি ছিনতাই, নিয়মিত ঘটছে । ঘাটাইলের আলোচিত শিক্ষা সফরের বাস ডাকাতি মতই ঘটনা ঘটার পরও প্রশাসনের তৎপরতা হতাশজনক, ঘাটাইল উপজেলার বাসিন্দারা, ১ মার্চ রাত ৩ দিকে ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন কুশারিয়া গ্রামে ঘটেছে দুর্ধর্ষ চুরি।
কুশারিয়া গ্রামে এক রাতে সিঁঁধ কেটে তিন বাড়িতে করা হয়েছে চুরি। (১)নাম মো: ইয়াছিন আলি(৪০)জানান আজকে তার বাড়িতে সিঁধ কেটে একটি মোবাইল এবং নগত ১৫ হাজার টাকা নিয়ে যায়। তিনি আরো জানান এক সপ্তাহ আগে অটো চুরি হয়েছে । সব কিছু হারিয়ে তিনি এখন দিশেহারা।
(২)মো : মজিবর তার বাড়িতেও একই দিনে চুরি হয় তার বাড়ি থেকে নগত ৪০ হাজার টাকা সহ অন্যান্য মালামাল ।
(৩)নাম মো: জুয়েল মিয়া একই গ্রামের বাসিন্দা তার বাড়ি থেকেএকটা এন্ড্রয়েড ফোন,একটা বাটন ফোন,সোনা ১ ভড়ি উপরে,টাকা ১ লক্ষ চুরি হয়।
গ্রামবাসী জানান তারা রাতে ঘুমাতে পারেন না চুরি ডাকাতি আতংক তাদের রাতের ঘুম কেরে নিয়েছে। স্থানীয় গ্রামবাসী আজিজুর রহমান এর সাথে কথা বলে জানা যায়, তারা পরিবার নিয়ে রাতে ঘুমাতে পারে না। রাতে চলাফেরা করাও গ্রামবাসী বন্ধ করে দিয়েছে। যারা অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করে তারা সন্ধার আগেই বাড়িতে চলে যায় ।
গ্রামবাসী উপজেলা প্রশাসন এর নিকট জোর দাবী জানিয়েছেন, ঘাটাইলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং চোর, ডাকাতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে ।