1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত নরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ  সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছেলে মোয়াজ্জেম নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ যুবক গ্রেফতার লামায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি বাস দুর্ঘটনা আহত ২৫ জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা আলতাদিঘী জাতীয় উদ্যানে পর্যটকদের মন কেড়েছে “কুঁড়েঘর “রেস্টুরেন্ট দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে টাউন ক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আজকের সংবাদের জেলা প্রতিনিধি মো. হাসান ডলারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. হাসান ইমাম তালুকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা দেশের স্বার্থে নানারকম সংবাদ পরিবেশন করেন। যার কোনটা পক্ষে আবার কোনটা বিপক্ষে হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে পক্ষপাতিত্ব সাংবাদিকতা নয়। বিদ্বেষ মূলক সংবাদ প্রচার সাংবাদিকের কাজ নয়।

তিনি আরো বলেন, মাল্টিমিডিয়া বা এই ডিজিটাল প্লাটফর্মের সময়ে সাংবাদিকদের কাজের পরিধি বেড়েছে। সেই সাথে বেড়েছে সংবাদকর্মী। তবে তাদের উপযুক্ত কোন প্রেসক্লাব নেই। আর তাই রেজিষ্ট্রেশনভূক্ত একমাত্র সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবে জেলার সকল সংবাদকর্মীদের একসাথে এক ছাদের নীচে আসার আহ্বান জানান সাংবাদিক ফরিদ খান।

সম্মেলনের প্রধান আলোচক বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি আব্দুল হালিম মন্ডল বলেন, জেলার সাংবাদিকদের নানাবিধ সমস্যা, দু:খ নিয়ে কাজ করে বাংলাদেশ প্রেসক্লাব। জেলার সাংবাদিকদের একত্রিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখার একটি প্লাটফর্ম হচ্ছে এই সংগঠন। আর তাই বিচ্ছিন্নভাবে নয় একত্রিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলন শেষে মোহনা টিভির জেলা প্রতিনিধি নাসিম আলীকে সভাপতি ও দৈনিক আমার সময়ের নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

এর আগে জেলার ৫ উপজেলার কমিটি ঘোষণা করেন সম্মেলনের অতিথিবৃন্দ।

বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী জেলা শাখার সভাপতি সানোয়ার আরিফসহ জেলার ৫ উপজেলার একশত সংবাদকর্মী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD