
গোয়ালন্দে পৌর মহিলা দলের সম্মেলন প্রস্তুতি সভা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পৌর শাখার সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয়তাবাদী মহিলা দল পৌর শাখার আয়োজনে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি কুমকুম নজরুল।
মহিলা দল গোয়ালন্দ পৌর শাখার সভাপতি মোছাঃ রাজিয়া দেলোয়ারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহসভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি।
প্রধান বক্তা ছিলেন, মহিলা দল জেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার (পিয়া)।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোছাঃ রাজিয়া বেগম, সিনিয়র যুগ্ন সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার বুলবুলি, সাধারণ সম্পাদক মোছাঃ সারমিন হালিম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, পৌর বিএনপি’র সাবেক সভাপতি এ্যাড. এ বি এম আব্দুস সাত্তার, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস প্রমুখ।
সভা সঞ্চালনা করেন গোয়ালন্দ পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ রাশিদা আক্তার লিপি।