দেশের বিরুদ্ধে এখনো ষরযন্ত্র চলছে মোকাবেলা করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান লুৎফুজ্জামান বাবর
শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার কৃতি সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রকাশনা সম্পাদক লুৎফুজ্জামান বাবর বলেছেন,আপনারা দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনারা দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নিন। তিনি বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আহবান জানিয়ে এ কথা বলেন।তিনি আর ও বলেন,জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে। চাকুরির ব্যবস্থা করা হবে। দেশের বিরুদ্ধে এখনো ষরযন্ত্র চলছে,তাই সেই ষরযন্ত্রকে মোকাবেলা করতে নেতাকর্মীদের ঐক্যবন্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন বিএনপির সাবেক প্রভাবশালী এই প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রেলওয়ে স্টেশন মাঠে মোহনগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধণা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেছেন তিনি । উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েলের সভাপতিত্বে সদস্য সচিব টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান,নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী,জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দৃুল মান্নান তালুকদার,জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, মেজর সৈয়দ আবু বক্কর সিদ্দিক পি এস সি ( অবঃ),জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ রানা চৌধুরী,জেলা যুবদল সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি প্রমুখ। মোহনগঞ্জ পৌর বিএনপি,যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।