চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক সমাবেশের অংশ হিসেবে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নে কৃষকদলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার (২২ ফেব্রুয়ারী) রাতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের শুকদেবপুর পয়েন্টে এ কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আহম্মদাবাদ ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ সোহেল কালাম আজাদ চৌধুরী, সদস্য সচিব মোঃ ছাইদুল আমিন ভূইয়াসহ কৃষকদলের আহবায়ক কমিটির নবাগত সদস্যদের সঙ্গে ইউনিয়নের সাধারণ নারী/পুরুষ কৃষক উপস্থিত থেকে তাদের চাহিদা তুলে ধরে। এ সময় সার, বীজ,কীটনাশক এর দাম কমানো, কৃষি যন্ত্রপাতি, নার্সারী তৈরির, স্থায়ী জমি প্রদানসহ নানা সমস্যা সম্ভবনার কথার আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে আহবায়ক মোঃ সোহেল কালাম আজাদ চৌধুরী, যুগ্ন আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, মোঃ জালাল উদ্দিন সাজু, মোঃ আবু তাহির ও মোঃ ছাইদুল আমিন ভূইয়াকে সদস্য সচিব করে আহম্মদাবাদ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটির নাম ঘোষণা করা হয়।
আহম্মদাবাদ ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ ছাইদুল আমিন ভূইয়া‘র সঞ্চালনায় ও আহবায়ক মোঃ সোহেল কালাম আজাদ চৌধুরী‘র সভাপতিত্বে কৃষকদলের সমাবেশের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আতিকুল কবির মাস্টার, চুনারুঘাট উপজেলা বিএনপি‘র শ্রম বিষয়ক সম্পাদক মোঃ দেওয়ান শফিক, উপজেলা বিএনপি‘র সদস্য মোঃ আঃ হাই চৌধুরী সগির, ৭নং উবাহাঠা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক এড. মশিউর রহমান, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মোঃ সালেহ উদ্দিন বাবরু, আহম্মদাবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম, চুনারুঘাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপি‘র যুগ্ন সাধারণ সম্পাদ মোঃ আব্দুল ওয়াহিদ শাহিন, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি‘র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদ সাব্বির আহমেদ চৌধুরী ও আহম্মদাবাদ ইউনিয়ন যুবদরে সাবকে সাধরণ সম্পাদ পল্লী চিকিৎসক মোঃ আলমগীর হোসেন প্রমূখ।