আড়াই হাজার খাগকান্দা নয়নাবাদ। অত্যন্ত ব্যাস্ততম একটি রাস্তা যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত । এমনকি কালাপাহাড়িয়া ইউনিয়নের একমাত্র যাতায়াতের রাস্তা এটি। আজ প্রায় দুই বৎসর যাবৎ দুটি ব্রিজ ধ্বসে পরার কারনে মানুষের যাতায়াতে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিমত সঠিক ভাবে পাইলিং না করার কারনে ব্রিজ দূটি ধ্বসে পরে।এই দির্ঘ সময় অতিবাহিত হবার পরও ব্রিজ দুটি না করার কারনে এলাকা বাসি ক্ষোভ প্রকাশ করছে। এলাকাবাসী জানান, আমাদের এই দুটি সেতু মেরামত করে দুই পারের মানুষের দুর্ভোগ লাঘবে আমরা সরকারের সংশ্লিষ্ট মহলের সু দৃষ্টি কামনা করছি।