দক্ষিণ জেলা জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা
নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্রগ্ৰাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, মাতৃভাষা আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত। মাতৃভাষায় মনের আকুতি যেভাবে বুঝানো যায়, অন্য কোন ভাষা দিয়ে শতভাগ বুঝানো অসম্ভব। ১৯৫২ সালে ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর তাজা খুনের বিনিময়ে বাঙালি জাতি বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়ে সক্ষম হয়েছে। ভাষার জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়েছিলো, তারা পরবর্তীতে খুব বেশি অবহেলিত ছিল। ভাষাসৈনিক অধ্যাপক গোলাম আযমকে পতিত স্বৈরাচার সরকার কারারুদ্ধ করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আজকে ভাষাদিবসে তাকে সহ সকল ভাষাসৈনিকদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের ত্যাগকে আল্লাহ যেন কবুল করে জান্নাতের উচ্চ মকাম দান করেন সেই প্রত্যাশায় রইলো। ভাষাসৈনিকদের আত্মত্যাগ কিয়ামত অবধি জাতি স্মরণে রাখবে ইনশাআল্লাহ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা শুরা সদস্য ডাক্তার আব্দুল জলিল, এম ওয়াজেদ আলী, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস, কেরানীহাট শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, এলাইট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল রাশেদ প্রমূখ।