1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াতকে চাঁদা-অস্ত্রবাজ ও রগকাটার দল বলায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে রাজশাহী জেলা জামায়াতের তীব্র প্রতিবাদ আরএমপি ডিবির অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তার লাখাইয়ে সংঘর্ষে শতাধিক আহত ১৭ জন আটক হবিগঞ্জের বানিয়াচংয়ে ছুরিকাতে যুবক নিহত কয়েকটি রাজনৈতিক দল সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার চেষ্টা করছে — সৈয়দ আবু বকর সিদ্দিক শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ আমতলীতে এক ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল ভোলায় র‍্যাবের অভিযানে শীর্ষ ডাকাত ফোরকান আটক নড়াইলের লোহাগড়া ও কালিয়ায় তিনজন খুন হবিগঞ্জের মিরপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধ শতাধিক আহত

সখিপুরে ২১ শে ফেব্রুয়ারিতে ক্যাম্পস’র উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা সেবা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত

সখিপুরে ২১ শে ফেব্রুয়ারিতে বিনা মূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন ‘ক্যাম্পস’র

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন

গ্রামের সাধারণ মানুষ লাইন ধরে বিনামূল্যে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের
টাঙ্গাইলের সখীপুর, বাসাইল উপজেলাসহ আশপাশের গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত রোগীদের ২১ বছর ধরে রাজধানী শহর থেকে গ্রামে গিয়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মরণে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তালিমঘরে সেবা দিয়ে আসছে এ প্রতিষ্ঠান।

এবার এ চিকিৎসাশিবিরে (মেডিকেল ক্যাম্প) ১০ দিন আগেই সাড়ে তিন হাজার রোগী নিবন্ধন করেন। প্রাথমিক রোগনির্ণয়ের জন্য চিকিৎসকের কাছে আসার আগেই রোগীদের বিনা মূল্যে রক্ত, প্রস্রাব, ইসিজি আলট্রাসনোগ্রাম, এক্স-রেসহ নানা পরীক্ষাও করানো হয়েছে। রাজধানী ঢাকা শহর থেকে অর্ধশত বিশেষজ্ঞ চিকিৎসক আজ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তালিমঘরের ওই ক্যাম্পে এসব রোগীকে চিকিৎসা দেন। বিকেলে চক্ষুশিবির থেকে ২৫০ জন রোগীকে চোখের অস্ত্রোপচার (ছানি অপারেশন) করার জন্য নির্বাচন করা হয়েছে। আগামী সপ্তাহে তাঁদের বাসে করে রাজধানী ঢাকায় নেওয়া হবে। গ্রামের সাধারণ মানুষ লাইন ধরে বিনামূল্যে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে।

টাঙ্গাইলের সখীপুর, বাসাইল উপজেলাসহ আশপাশের গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত রোগীদের ২১ বছর ধরে রাজধানী শহর থেকে গ্রামে গিয়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মরণে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তালিমঘরে সেবা দিয়ে আসছে এ প্রতিষ্ঠান।

এবার এ চিকিৎসাশিবিরে (মেডিকেল ক্যাম্প) ১০ দিন আগেই সাড়ে তিন হাজার রোগী নিবন্ধন করেন। প্রাথমিক রোগনির্ণয়ের জন্য চিকিৎসকের কাছে আসার আগেই রোগীদের বিনা মূল্যে রক্ত, প্রস্রাব, ইসিজি আলট্রাসনোগ্রাম, এক্স-রেসহ নানা পরীক্ষাও করানো হয়েছে। রাজধানী ঢাকা শহর থেকে অর্ধশত বিশেষজ্ঞ চিকিৎসক আজ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তালিমঘরের ওই ক্যাম্পে এসব রোগীকে চিকিৎসা দেন। বিকেলে চক্ষুশিবির থেকে ২৫০ জন রোগীকে চোখের অস্ত্রোপচার (ছানি অপারেশন) করার জন্য নির্বাচন করা হয়েছে। আগামী সপ্তাহে তাঁদের বাসে করে রাজধানী ঢাকায় নেওয়া হবে।
বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ওই স্থানে ‘স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবন ধারা’ শীর্ষক একটি আলোচনা সভা হয়। এ ছাড়া ক্যাম্পসের প্রকাশনা ‘প্রয়াস ২১’–এর মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় কিডনি রোগ বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন কিডনিবিষয়ক বিশিষ্ট চিকিৎসক ক্যাম্পসের সভাপতি অধ্যাপক এম এ সামাদ।
আলোচনায় অংশ নেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মো. আবদুল হালিম, ক্যাম্পসের নির্বাহী পরিচালক রেজওয়ান সালিহীন। উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত আলী খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ উল আলম, বেসরকারি সংস্থা প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম, প্রশিকার প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আওলাদ হোসেন, পরিবহন অডিট অধিদপ্তরের পরিচালক আমিনুল এহসান কবির, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনি, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD