বালাগঞ্জে ইসলামী ব্যাংকের র্যাফেল ড্র ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
মো. সুয়েবুর রহমান খান, বালাগঞ্জ (সিলেট)
ইসলামী ব্যাংক বাংলাদেশপিএলসি বালাগঞ্জ উপজেলার মোরারবাজার ও আজিজপুর আউটলেটের যৌথ উদ্যোগে র্যাফেল ড্র ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় মোরারবাজার আউটলেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিনিয়র এসিস্ট্যাণ্ট ভাইস প্রেসিডেণ্ট ও দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ নকীব হোসাইন।সভাপতিত্ব করেন মোরারবাজার ও আজিজপুর আউটলেটের স্বত্তাধিকারী ইহতেশামুল হক মুজাহিদ।
মোরারবাজার আউটলেট’র এসিস্ট্যান্ট ইনচার্জ শামীম আহমেদ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ সুরমা শাখার কর্মকর্তা আরমানুল হক, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. বাবরু মিয়া, আজিজপুর আউটলেট এসিস্ট্যাণ্ট ইনচার্জ আব্দুল বাসিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ সলিম আহমদ।
সমাবেশ শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠানে ১ম পুরস্কার একটি মাইক্রোওয়েভ ওভেন লাভ করেন মোরারবাজারের সাদি এণ্টারপ্রাইজের
প্রোপ্রাইটর মো. নাজিম উদ্দিন। ২য় পুরস্কার দু’টি চার্জার ফ্যান লাভ করেন গহরপুর মাদরাসার শিক্ষক হিফজুর রহমান হাম্মাদ এবং স্থানীয় আনসার আলী। ৩য় পুরস্কার ৩টি ব্লে-ার লাভ করেন লিটন মিয়া, মো. রেজুয়ান আহমদ ও শাহ মো. ফয়সল আহমদ। ৪র্থ পুরস্কার লাভ করেন রাজু মিয়া, মো. আজিজুর রহমান এবং মো. রাহি। অনুষ্ঠানে আরও ৪১জনকে ৫ম ও ৬ষ্ট পুরস্কার প্রদানসহ মোট ৬০টি পুরস্কার প্রদান করা হয়।