১৮ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি রাবি শিক্ষক ফোরামের
রাবি প্রতিনিধি: ১৮ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ড. জোহার কবরে দোয়া ও শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি করেন তারা।
ফোরামের নেতৃবৃন্দ বলেন, শহীদ শামসুজ্জোহা স্যার শিক্ষক সমাজের আইডল। তিনি একজন শিক্ষার্থীবান্ধব মানুষ ছিলেন। আজীবন ন্যায় ও সত্যের পক্ষে লড়াই করেছেন। শিক্ষার্থীদের জন্য জীবন উৎসর্গ করা এ মহান ব্যক্তির শাহাদাত দিবসকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা সময়ের দাবি। আমরা সংশ্লিষ্ট সকলকে এ দাবি বাস্তবায়নের জন্য আহ্বায়ন জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. রেজাউল করিম, প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর সাইফুল ইসলাম ফারুকী, প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর সাজ্জাদুর রহিম সাজিদ, প্রফেসর ড. কুদরত-ই- জাহান, প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, প্রফেসর ড. মো. খালেদুজ্জামান, প্রফেসর ড. মাহবুবুর রহমান।