1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত নরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ  সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছেলে মোয়াজ্জেম নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ যুবক গ্রেফতার লামায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি বাস দুর্ঘটনা আহত ২৫ জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা আলতাদিঘী জাতীয় উদ্যানে পর্যটকদের মন কেড়েছে “কুঁড়েঘর “রেস্টুরেন্ট দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি দৌলতদিয়া নৌরুটে দালাল চক্রের হাতে প্রকৌশলী লাঞ্চিত, ফেসবুক লাইভে এসে বিচার দাবি

কয়রায় তরমুজ চাষে সম্ভাবনার হাত ছানি, আগ্রহ বাড়ছে কৃষকদের

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ বার পঠিত

কয়রায় তরমুজ চাষে সম্ভাবনার হাত ছানি, আগ্রহ বাড়ছে কৃষকদের

মোক্তার হোসেন,কয়রা (খুলনা) প্রতিনিধি

দক্ষিণ খুলনার সমুদ্র উপকূলীয় সুন্দরবন সংলগ্ন কয়রায়, তরমুজ চাষে ভালো ফলনের আশায় তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। লবনাক্ত অঞ্চল হিসেবে বিগত দিনগুলোতে তরমুজ চাষের জন্য কোন চিন্তাই করতেন না।
বর্তমানে এ অঞ্চলে বিলের পর বিল তরমুজ চাষে আগ্রহ বাড়ছে এবং ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বছর আটের আগে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র আমাদী ইউনিয়নের চন্ডিপুর, হাতিয়ায়ডাঙা, নাকশা, পাটনিখালি, বেজপাড়া, শুড়িখালি, হরিনগর বিলে তরমুজ চাষ শুরু হয়। আশানুরূপ ফলন হওয়ায় পর্যায়ক্রমে আরও ৫টি ইউনিয়নে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে তরমুজের চাষ।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, গত বছর খরার মধ্যেও ভালো ফলন হওয়ায় এ বছর তরমুজ চাষে বেশি আগ্রহ দেখাচ্ছেন কৃষকরা। চলতি মৌসুমে আমাদী ইউনিয়নের ৯০০, বাগালী ইউনিয়নে ৬৫, মহেশ্বরীপুর ইউনিয়নে ৭, মহারাজপুরে ৩, কয়রা সদরে ৩, ও উত্তর বেদকাশীতে দেড় হেক্টর জমিতে তরমুজ চাষ করছেন কৃষকরা।এ বছর ৯৫০ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।গত বছর
লক্ষমাত্রা ছিল ৮৫০ হেক্টর।এ বছর ১০০ হেক্টর জমিতে বেশি তরমুজ চাষ হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জমি প্রস্তুত শেষে নারী ও শিশুরাও তরমুজের বীজ বপনের কাজে মাঠে নেমে পড়েছে। বেশির ভাগ জমিতে বীজ বপন করা হয়ে গেছে। বীজ বপন হয়ে যাওয়া জমিগুলোতে সার, পানি ও কীটনাশক ছিটানো হচ্ছে। মাঝে মধ্যে গাছের পাতা বেরিয়ে ডগিয়ে যেতে দেখা গেছে।
আমাদি ইউনিয়নের চন্ডীপুর গ্রামের হরিদাস বিশ্বাস নামের এক তরমুজচাষী বলেন, আমার দুই বিঘা জমিসহ তিন বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। ৯ হাজার ৩০০ টাকা দিয়ে পাকিজা ও সুপার ড্রাগন জাতের তরমুজের বীজ কিনে দুই বিঘায় পাকিজা এবং এক বিঘায় সুপার ড্রাগন জাতের তরমুজের বীজ বপন করেছি। কিছু বীজ থেকে চারা গজিয়েছে। দুই-একদিনের মধ্য সব বীজ থেকেই চারা গজিয়ে যাবে। এ বছর আবহাওয়া তরমুজ চাষের অনুকূল। আশা করছি বেশ ভালো ফলন হবে।
বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের আবু বকর নামের এক কৃষক বলেন, গত বছর সাড়ে তিন বিঘা জমিতে তরমুজ চাষ করে ১ লাখ ৪০ হাজার টাকা লাভ হয়েছিল। এ বছর আরও বেশি লাভের আশায় নিজের ৩০ হাজার টাকাসহ সমিতি থেকে ৭০ হাজার টাকা ঋণ এবং হাজারে ৫০ টাকা হারে মাসিক সুদে ২০ হাজার টাকা নিয়ে ১১ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। কয়েক দিনের মধ্য জমিতে বপন করা বীজ থেকে তরমুজের চারা বের হবে বলে আশা করছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ সুত্রে জানা গেছে,
এ বছর উপজেলার আমাদী, বাগালী ও মহারাজপুর ইউনিয়নে ব্যাপক ভাবে তরমুজের চাষ হচ্ছে। গত বছর কৃষকেরা তরমুজ চাষ করে বেশ লাভবান হয়েছিল। ফলে এ বছর উপজেলায় গতবারের তুলনায় বেশি জমিতে তরমুজের চাষ হয়েছে। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে এ বছরও উৎপাদন অনেক ভালো হবে, এবং চাষীদের উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD