1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত নরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ  সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছেলে মোয়াজ্জেম নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ যুবক গ্রেফতার লামায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি বাস দুর্ঘটনা আহত ২৫ জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা আলতাদিঘী জাতীয় উদ্যানে পর্যটকদের মন কেড়েছে “কুঁড়েঘর “রেস্টুরেন্ট দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি

হাসিনাকে আমরা বিদায় করেছি- বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ বার পঠিত

বগুড়ায় বিএনপির বিশাল জনসভায় হাসিনাকে আমরা বিদায় করেছি- বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

বিশেষ প্রতিনিধি -আব্দুল হালিম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, বিএনপি চায় অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয়। শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি।
শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিলেন না।

শেখ হাসিনা ছিলেন ভারতের নির্বাচিত সরকার।
আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনতাই করেছিল।
অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দূর সম্ভব একটি নির্বাচন দিন।

যতটুকু সংস্কার করা দরকার সেটুকু করুন। নির্বাচন কমিশনার ঠিক করুন। ওই কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে না আসতে পারে সেই ব্যবস্থা করুন।
আপনারা সংস্কার করার কথা বলছেন, আমাদের নেতা তারেক রহমান অবৈধ শেখ হাসিনার আমলেই ৩১ দফার কর্মসূচি দিয়েছিল যেখানে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারেররুপরেখা ছিল।

সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের চ্যাপ্টার খুলুন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
এখনো বাজার আওয়ামী লীগের আমলে যে ব্যবসায়ীরা ছিলেন তাদের সিন্ডিকেটে আটকে আছে, সেই সিন্ডিকেট এখনো ভাঙতে পারেননি।
শেখ হাসিনা, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও পুলিশের আইজিপি তারা মিলে জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে বিচার ও মামলা শুরু করতে পারেন নাই।

আব্দুস সালাম আরো বলেন, তারেক রহমান বিএনপিকে ঠান্ডা করে রেখেছেন।
পুরনোটা বছর আমাদের নেতাকর্মীদের মায়ের বুক খালি করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

অসংখ্য নেতাকর্মীকে গুম করেছেন। ইলিয়াস হোসেন ও চৌধুরী আলমসহ কয়েকশনেতা কর্মীকে আমরা এখনো খুঁজে পাইনি।
বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের নেতারা দখল করেছিল।
আমাদের দলীয় নেতা কর্মীদের চাকরি খেয়েছে আওয়ামী লীগ। বিএনপি নেতাদের সন্তানকে চাকরির সুযোগ দেয়নি।

তিনি সোমবার বগুড়ায় ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা’র সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র এ্যাড. এ.কে.এম মাহবুবর রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক ওবায়দুর রহমান চন্দন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও খায়রুল বাশারের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক এমপি গোলাম মো: সিরাজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন,
জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, জাহিদুল ইসলাম হেলাল, তৌহিদুল আলম মামুন, মেখ তাহাউদ্দিন নাহিন, শজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন,
গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা, মৎস্যজিবি দলের আহবায়ক ময়নুল হক কবুল, জেলা তাতী দলের সভাপতি সারোয়ার হোসেন,

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, জেলা ড্যাবের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ শাজাহান আলী, সাবেক এমপি মোস্তফা আলী মুকুল, বগুড়া রাবের সভাপতি আতাউর রহমান খান মুক্তা,
জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহারিয়ার গোর্কি, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক ইতকুর রহমান রিমন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD