বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
মোঃ সুয়েবুর রহমান খান বালাগঞ্জ প্রতিনিধি:
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস।
বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত অনুষ্ঠানে সহকারি শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী,সমাজ সেবক ডা. মুহাম্মদ আব্দুল জলিল,সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট রহমত আলী, সোনালী ব্যাংক বালাগঞ্জ শাখার ব্যবস্থাপক আজিজুল হক রাসেল, বিদ্যালয়ের সাবেক শিক্ষক নিখিল স্যার, শিক্ষানুরাগী একে পনির আজাদ, শিক্ষানুরাগী মাসুক মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি প্রিন্সিপাল মো. আমীর আলী, শিক্ষানুরাগী আজমল আলী, শিক্ষানুরাগী সুহেল তালুকদার, প্রাক্তণ ছাত্র রেজওয়ান রপি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শিহাব আহমদ, গীতা পাঠ করে দশম শ্রেণির ছাত্র অর্পা দাস পূজা।
নবাগতদের উদ্দেশ্যে শিক্ষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন শিক্ষক গোবিন্দ চক্রবর্তী এবং শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম রাব্বি ও অষ্ঠম শ্রেণির শিক্ষার্থী দেবজানি দাস শ্রেষ্টা।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে তুলে দেন।