উত্তরাঞ্চলের ১৬ জেলার পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
আব্দুল হালিম বিশেষ প্রতিনিধ
গত ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নোটিশ বা ঘোষণা প্রদান না করে নওগাঁ সড়ক জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ।
প্রতিবাদে উত্তরাঞ্চলের ১৬ জেলার পেট্রোল পাম্প মালিক সমিতির সকল পেট্রোল পাম্প ৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
সরকারের সকল নিয়ম-কানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি।
আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি।
দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে আসলেও কখনো এমন কোন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি।
হঠাৎ করে এই অভিযান কেন? কার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হলো?
যখন দেশের জ্বালানি খাত স্থিতিশীল, তখন এই ধরনের অভিযান ব্যবসায়ী সমাজের মধ্যে ভীতি সৃষ্টি করছে। এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র চলছে। উত্তরাঞ্চলের ১৬ জেলার পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা পদক্ষেপ নেওয়া হয়েছে ।