জয়পুরহাটের ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা।
শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কালাই প্রেসক্লাবের উদ্যোগে সরকারি ময়েন উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার।
কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. নাফিউৎ জামান তালুকদার ডলারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান সাইফুল ইসলাম বকুল, প্রেসক্লাবের সভাপতি সেলিম সরোয়ার শিপন, সিনিয়র সহ-সভাপতি তানভীরুল ইসলাম রিগ্যান, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুন নুর নাহিদ, দপ্তর সম্পাদক নয়ন, কোষাধক্ষ্য মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আইন বিষয়ক সম্পাদক প্রিন্স মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জীবন তালুকদার লিটনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ক্যাম্পে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আসাদুজ্জামান, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন রোগ বিশেষজ্ঞ মুহাম্মদ জাকারিয়া, মেরুদন্ড হাড়জোড়া, বাতব্যাথা সার্জন ডাঃ জেবাল আহমেদ বাপ্পী, জেনারেল ফিজিসিয়ান জুবায়ের আল ফয়সাল, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল আহাত, নাক-কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডাঃ শাহীন রেজা, চক্ষু বিশেষজ্ঞ সার্জন শামীমা সুলতানা, গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ বিপাশা রাজীব, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ নাজনীন ডেইজি, জেনারেল ফিজিসিয়ান ও আল্ট্রাসোনগ্রাফিস্ট ডাঃ হাসনা হেনাসহ ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন।
কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. নাফিউৎ জামান তালুকদার ডলার বলেন, হাসপাতালে গিয়ে মানুষ সব সময় চিকিৎসাসেবা পায়না। তাই আমরা এই ফ্রি মেডিকেলের আয়োজন করেছি। আগামীতেও এমন আয়োজন করা হবে।