নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ১১ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ হাসিম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন। অন্যান্যের মধ্যে অবস্থিত ছিলেন বিদ্যালয়ের দিবা শাখার সহকারী শিক্ষক (চঃ দাঃ) মোঃ আব্দুস ছাবুর, একাডেমিক দায়িত্ব (প্রভাতি) শেখ মোঃ আব্দুল মান্নান, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাইন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক সেলিনা বিলকিস নীলা। অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফলে কৃত্বিত অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একের পর এক কবিতা পাঠ, নাচ ও জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করেন।