ইলিয়াছ ভূঁইয়া ঃ সিনিয়র রিপোর্টার
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আড়াই হাজার সদর উপজেলায় একটি অটোরিকশা অপর একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
গাড়িটিতে কোন যাত্রী না থাকায় হতাহত থেকে বেচে যায় অনেক গুলো প্রাণ।
কিন্তু অটোরিকশার চালক মারাত্মক ভাবে আহত হয়,
ড্রাইভারটি এখন আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।
গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালান
জীবন বাচান,এসময় অনেকেই গাড়ী নিয়ন্ত্রণ রেখে চালানোর পরামর্শ দেন। তাছাড়া লাইসেন্স বিহীন কোনো মটরযান যত্রতত্র কারো হাতে যেন না দেওয়া হয় সেদিকে সরকারের যথাযথ কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেন, যাতে এই ধরনের অযাচিত দুর্ঘটনা থেকে সড়ক নিরাপদ থাকে। এ ব্যপারে স্থানীয়রা উদ্বিগ্ন প্রকাশ করেছে।স্থানীয় প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সহিত নিয়েছে।