বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ,বাঘা উপজেলা শাখার আয়োজনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন, শিষ্ঠের পালন এবং ধর্মরক্ষার লক্ষ্যে মহানুভবতার ভগবানরুপে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন । আর সে উপলক্ষে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করা হয় জন্মাষ্টমী ।
আয়োজকরা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা নারায়নপুর কেন্দ্রীয় মন্দির থেকে বের করেন । এবং তা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাঘা উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার পান্ডে বাকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার , সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ জুয়েল আহমেদ, বাঘার কৃতি সন্তান সহকারী জজ সুমন কর্মকার , ওসি ( তদন্ত ) সবুজ রানা , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বকুল, পূজা উদযাপন পরিষদ মনিগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি শ্রী কৃষ্ণ প্রামাণিক, রাম গোপাল সাহা প্রমুখ । আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতারা । শেষে ভক্তদের মাঝে প্রসাদ ও হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হয় ।