কয়রা প্রতিনিধি ঃ দক্ষিণ খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি ফাজিল (ডিগ্রি) মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মাওঃ সুজা উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি তার শুভেচ্ছা ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর,মাওঃ রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি মাওঃ ওসমান গনি, দাতা সদস্য জাফর সানা, সহকারী অধ্যাপক ইয়াসিন আরাফাত, সঞ্চালক ও সহকারী অধ্যাপক ইংরেজি মোঃ শরিফুল আলম।
সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধূলার কোন বিকল্প নেই।
দু’দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টের খেলাধূলা অনুষ্ঠিত হয়।এছাড়া শিক্ষকদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সুস্থ দেহে সুন্দর মন কর্মব্যস্ত দুটি জীবন”। শরীরকে সুস্থ রাখতে হলে খেলাধূলা বা শরীর চর্চার কোন বিকল্প নেই। আর এই শরীর এবং মনকে সুস্থ রাখতে হলে আমাদের খেলাধূলা ও শরীর চর্চা প্রতিনিয়ত অনুশীলন করতে হবে।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও এম. ফিল ইসলামী গবেষক মাওলানা আশরাফুল আলম, সরকারী অধ্যাপক ও বিশিষ্ট ইসলামী আলোচক মুফতি মোঃশফিকুল আফতাবুজ্জামান শ্যামনগরী, ইসলামী বক্তা প্রভাষক মাওলানা নুর আলম ফরিদপুরী, মাওলানা মোঃ গোলাম মোর্তজা, প্রভাষক মোহাঃ দুরুল হুদা, প্রভাষক মাওলানা মিনারুল ইসলাম, প্রভাষক বাংলা অনুপম মন্ডল, সিনিয়র সরকারি শিক্ষক খানজাহান আলী, সহকারী শিক্ষক (ফিজিক্যাল)মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, আইসিটি সহকারী শিক্ষক আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মোঃ আকাশ মিয়া, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ মাহমুদুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইউনুস আলী, এবতেদায়ী প্রধান মাওলানা জি এম জায়েদ আলী, মাওলানা মোঃ ওয়ালীউল্লাহ, কারী মোঃ আলী হোসেন, মোঃ আনারুল ইসলাম, মোহাম্মাদ আলী, প্রভাষক মাওলানা আব্দুল্লাহ,মৌলভী মোজাহিদুল ইসলাম ও প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।