filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 57.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বেসরকারি প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় গোয়ালন্দ বাজার পোদ্দার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাকের নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ম্যানেজার মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চর বরাট শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নাজমুল হক, ব্যাংকের সহকারি ম্যানেজার হারুন-অর-রশীদ, শাখা ভবন মালিক কোমল পোদ্দার প্রমুখসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী উপস্থিত ছিলেন।