
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও আলোচনা সভা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”- শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা কমপ্লেক্স ঘুরে ওয়াকাথন কর্মসূচী পালন করা হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীনের সভাপতিত্বে ওয়াকাথন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা, গোয়ালন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য প্রমুখ।