1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত নরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ  সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছেলে মোয়াজ্জেম নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ যুবক গ্রেফতার লামায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি বাস দুর্ঘটনা আহত ২৫ জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা আলতাদিঘী জাতীয় উদ্যানে পর্যটকদের মন কেড়েছে “কুঁড়েঘর “রেস্টুরেন্ট দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি

রাজশাহীতে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো আরএমপি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

রাজশাহীতে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো আরএমপি।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজশাহী অঞ্চলের বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ ১৭ ডিসেম্বর ২০২৪, সকাল সাড়ে ১১টায় আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে তাঁদের ফুল দিয়ে বরণ করেন এবং বিজয় দিবসের শুভেচ্ছা উপহার দেন। সংবর্ধনা অনুষ্ঠানে মোট ৩৩ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে এবং ১৬ জন মৃত পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের স্বাধীনতার জন্য তাঁদের অবদান চিরকাল অম্লান থাকবে। তিনি বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের সময় পুলিশ বাহিনীর ভূমিকা এবং বর্তমানে বাংলাদেশ পুলিশের সেবা সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার সংগ্রামের প্রত্যক্ষ ঘটনাবলী স্মৃতিচারণ করেন। পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর পুলিশ মুক্তিযোদ্ধা, মৃত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যগণসহ আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD