পুলিশ সূত্রে জানা গেছে, ২২ আগস্ট, ২০২৩, ১৩.৩৫ ঘটিকা সময় গোয়ালন্দঘাট থানাধীন বাংলাদেশ হ্যাচারী নামক মুরগীর ফার্মের সামনে চেকপোষ্ট করে যাত্রীবাহী বাস হতে যাত্রীবেশী মাদকব্যবসায়ী ১। মোঃ মনিরের থেকে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল, মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও দুইটি মোবাইলসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।