শ্রীপুরে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে থানা বিএনপি উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে থানা বিএনপি’র আয়োজনে থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিনের বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম।
শ্রীপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ টুকু খানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, গোলাম মোস্তফা, নাকোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি শরাফত হোসেন শুকুর, শ্রীকোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব, আমলসার ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রেজা খান, গয়েশপুর ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, শ্রীপুর ইউনিয়ন বিএনপি নেতা খলিফা তৈয়বুর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা, শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, শ্রীপুর থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক রঞ্জু, শ্রীপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর প্রমুখ।