রাজবাড়ীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ী জেলা প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।
২৮শে সেপ্টেম্বর সকাল ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে কয়েকশ শিক্ষক অংশ নেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
এতে দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সমন্বয়ক সহ সকল শিক্ষক নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের ১৩তম গ্রেডে থেকে স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। কেবল বেতন কাঠামোর জন্য পেশাগত ও আর্থসামাজিক মর্যাদার দিক থেকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে
প্রাথমিকের সহকারী শিক্ষকদের। শ্রেণি কক্ষে পূর্ণ মনোযোগে শিশুদের পড়ানোর পর শ্রেণি কক্ষের বাইরের আর্থসামাজিক বাস্তবতায় বিষন্নতা আঁকড়ে ধরছে। প্রাথমিকভাবে সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব। শিক্ষকেরা দ্রুত তাদের জন্য দশম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ বাস্তবায়নের দাবী জানান।