1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত নরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ  সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছেলে মোয়াজ্জেম নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ যুবক গ্রেফতার লামায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি বাস দুর্ঘটনা আহত ২৫ জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা আলতাদিঘী জাতীয় উদ্যানে পর্যটকদের মন কেড়েছে “কুঁড়েঘর “রেস্টুরেন্ট দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি

চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার ওসমানীনগরে ৭ অটোরিকশা উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৭৯ বার পঠিত

চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার ওসমানীনগরে ৭ অটোরিকশা উদ্ধার

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৭টি চোরাই সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে। গ্রেফতার করেছে আন্তবিভাগীয় অটোরিকশা চোরচক্রের সাত সদস্যকে। গত বুধ ও বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করে অটোরিকশাগুলো উদ্ধার ও চোরদের গ্রেফতার করতে সক্ষম হয় তারা।  গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ সোহেল মিয়া ওরফে খলিল (২৭), মোঃ রিমন মিয়া ওরফে লিমন (২১), হাসান আহমদ (২৫), ওয়াহিদ মিয়া (২৮), আনিছ মিয়া (৩২), মিছির আলী (৩২), ও আব্দুল ওয়াদুদ সালমান বাদশাহ (২৮)। গতকাল শুক্রবার ধৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সিলেটের পুলিশ সুপারের নির্দেশে এবং ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুরুয়া এলাকায় চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতিকালে ২টি অটোরিকশাসহ সোহেল মিয়া খলিল, রিমন মিয়া লিমন ও হাসান আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ৪-৫জন আসামী পালিয়ে যায়। ধৃতদের তথ্যানুযায়ি পরদিন ভোরে হবিগঞ্জের বাহুবল থানার মিরপুর বাজারে অভিযান চালিয়ে পলাতক আসামী আলমগীর হোসেনের গ্যারেজ থেকে দুটি অটোরিকশা উদ্ধারসহ ওয়াহিদ মিয়া ও আনিছ মিয়াকে গ্রেফতার করে। একই দিন ধৃত আসামী হাসান আহমদ এর মালিকানাধীন সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার ডেন্টিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ও আশপাশের এলাকা থেকে আরো ৩টি চোরাই অটোরিকশা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এসময় মিছির আলী ও আবদুল ওয়াদুদ সালমান বাদশাহকে গ্রেফতার করা হয়।
গতকাল শুক্রবার সকালে থানায় প্রেস ব্রিফিং করে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম-সেবা ও থানার ওসি অফিসার ইনচার্জ রাশেদুল হক জানান, ধৃত আসামীরা আন্তবিভাগীয় অটোরিকশা চোরচক্রের সদস্য। চোরচক্রটি এক এলাকা থেকে অটোরিকশা চুরি করে অন্য এলাকায় নিয়ে বিক্রি করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫লাখ টাকা এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। ।
উল্লেখ্য, এর আগে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলে বিশেষ অভিযান পরিচালনা করে ৮-১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে এলাকাবাসীর প্রসংশা কুড়ায় থানা পুলিশ। তবে ওই সাংবাদিকের মোটরসাইকেলটি এখানো উদ্ধার হয়নি। এবার একসাথে ৭টি অটোরিকশা উদ্ধার করে সাধারণ মহলে প্রশংসিত হচ্ছে পুলিশ। ওসমানীনগর থানা প্রতিষ্ঠার পর অসংখ্য চুরির ঘটনা ঘটলেও একসাথে এতগুলো মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার হওয়ার খবর জানা যায়নি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD