আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
ওসমানীনগরে বন্যার্তদের মধ্যে খাদ্যবিতরণ
ওসমানীনগর প্রতিনিধি:
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
ওসমানীনগরে বন্যার্তদের মধ্যে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ওসমানীনগরের প্রতিটি আশ্রয় কেন্দ্রে তৃতীয় দিনের মত এ খাদ্য বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার দিনব্যাপী দয়ামীর ইউনিয়নের সদরুননেছা উচ্চ বিদ্যালয়, দয়ামীর কলেজ ও কুরুয়া, চিন্তামনি আশ্রয় কেন্দ্রে ভাত ও রান্না করা তরকারী বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বচ্ছাসেবক লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে
খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান, যুবলীগ নেতা সুলেমান খানসহ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।