ওসমানীনগরে উপস্বাস্থ্য কেন্দ্রে প্রবাসি সংগঠনের উদ্যোগে আসবাবপত্র প্রদান
ওসমানী নগর প্রতিনিধি ঃ সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর উপস্বাস্থ্য কেন্দ্রে আসবাবপত্র দান করেছে যুক্তরাজ্যস্থ সংগটন ‘উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’।
আজ রবিবার দুপুরে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য ২টি আলমিরা, ১টি ঔষধ রাখার সকেছ,১টি অক্সিজেন সিলিন্ডার ও ডাক্তারের চেয়ার-টেবিল দান করেন। গতকাল আসবাবপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুর, আজেফর আলী, স্থানীয় আশিকুর রহমান, জয়নুল হোসেন শিপু, তৈনুর ইসলাম ও ফুটবলার শ্যামল মিয়া প্রমুখ।
এর আগে সাংগঠনিক পক্ষ থেকে উপস্বাস্থ্য কেন্দ্রের ভেতরের অংশের সৌন্দর্য বর্ধনের জন্য রঙ করে দেয়া হয়।
সংগটনের প্রতিষ্টাকালীন সদস্য আব্দুল গফুর ও আজেফর আলী বলেন, আমার বাড়ির পাশে থাকা এই স্বাস্থ্যকেন্দ্র থেকে এলাকার গরীব জনসাধারণ স্বাস্থ্য সেবা গ্রহণ করে থাকেন। স্বাস্থ্য কেন্দ্র দেখতে এসে এর বেহাল অবস্থা দেখে আমাদের সংগটনের সাথে কথা বলে আসবাবপত্র বিতরণ করি।
বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া বলেন, প্রবাসি সংগটনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন আমার গ্রামের এই স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রতিদিন অসংখ্য মানুষ সেবা নিতে আসে। কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রে ৬টি পদের মধ্যে ৫টি পদই শূন্য থাকায় স্বাস্থ্য সেবায় ব্যাঘাত ঘটছে।