ওসমানীনগরে এসওএস শিশু পল্লীতে স্কুলড্রেস বিতরণ ও সচেতনতামুলক সভা অনুষ্ঠিত
আতাউর রহমান কাওছার,ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে এসওএস শিশু পল্লীর পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ ও মাদকাসক্তি ও অসৎসঙ্গ বিষয়ক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার দয়ামীরস্থ এসওএস শিশু পল্লীতে এসওএস সামাজিক কেন্দ্র সিলেট এর সহাকারী পরিচালক তানবীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনা ও এসওএস শিশু পল্লীর প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী ও প্রমূখ। অনুষ্ঠানে শিশু পল্লীর কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবার শক্তিশালী করণ কর্মসূচীর আওতায় ৪৭০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা মাদকাসক্ত ও অসৎসঙ্গ সম্পর্কে সচেতনতামুলক বক্তব্য উপস্থাপন করেন।