নগরের মুন্সিডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ ও মাদ্রাসার ছাত্রদের সংবর্ধনা।
মোস্তাফিজুর রহমান,রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর মুন্সিডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের এক ঝাক কুরআনে হাফেজদের সংবর্ধনা দিয়েছে মুন্সি ডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লীবৃন্দ ।
অদ্য ২২ মার্চ ২০২৪ শুক্রবার ১১ই রমজান জুম্মার নামাজ শেষে শত শত মুসল্লির উপস্থিতিতে ওই মাদ্রাসার ১৩ জন ছাত্রকে লাঠি ও পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
মাদ্রাসার মোহতামিম প্রথম হাফেজ মোঃ শরিফুল ইসলাম ও দ্বিতীয় হাফেজ মোঃ আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ ও মাদ্রাসা কমিটির সেক্রেটারি হযরত আলী মহালদার । যার ঐকান্তিক প্রচেষ্টায় ও সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে , তার মেধাবী নেতৃত্বে ৭৫/ ৮০ জন গরিব , অসহায় ও এতিম ছাত্ররা এখানে লেখাপড়া করছে । প্রতিবছর এই প্রতিষ্ঠান হতে ১০-১৫ জন ছাত্র কুরআনের হাফেজ হয়ে থাকেন । এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ বদরে আলম , বিশিষ্ঠ ব্যাবসায়ী মোঃ আতিকুর রহমান কালু , মোঃ আব্দুল গফুর , মোঃ মশিউর রহমান রিন্তু , ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম সরকার , প্রমুখ ।
সংবর্ধনা অনুষ্ঠানে মুন্সীডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ (১)শফিউর রহমান সাদিক (১৩ ) পিতা – আতাউর রহমান , সাং – সনাইচন্ডি, নাচোল (২) মোঃ বাসার (১৬) পিতা – আব্দুল বাকী , সাং – খোরশেদপুর, নাচোল , (৩) মোঃ মোস্তাক শাহরিয়ার (১৬) পিতা -মোঃ সিদ্দিক আলী , সাং – ঝিকরাপাড়া , গোদাগাড়ী , (৪) মোঃ মোস্তাক নাদিম (১৬) , পিতা – মোহাম্মদ সিদ্দিক আলী সাং – ঝিকরাপাড়া , গোদাগাড়ী। (৫) মোহাম্মদ নাঈম সরকার (১৪) পিতা – মোহাম্মদ জুয়েল সরকার সং তাহেরপুর পাকুরিয়া , মোহনপুর ।(৬) মোহাম্মদ ফাহাদ আলী (১৭) পিতা – আব্দুর রহিম সাং- নাচোল । (৭) মোহাম্মদ তুহিন হাসান (১৬) পিতা – আসাদুল সাং- চান্দুপাড়া , মোহনপুর । (৮) মোহাম্মদ সিয়াম ইসলাম (১৩) পিতা – শরিফুল ইসলাম সাং – রহনপুর । (৯) মোহাম্মদ রুহুল আমিন (১৪) পিতা – সারোয়ার হোসেন , সাং – শেখেরচক , রাজশাহী । (১০) মোঃ কামরুল (১৩) পিতা – আব্দুল কাদের , সাং – পুঠিয়া , রাজশাহী । (১১) নাফিস (১৫) পিতা – ফুয়াজ , সাং – বাগমারা , রাজশাহী । (১২) মোঃ সেলিম (১৪) পিতা – জাহেদুল , সাং – তানোর , রাজশাহী । (১৩) ফয়সাল আহমেদ (১৬) পিতা – – সাং – তানোর , রাজশাহীকে পাগরী ও লাঠি সম্মাননা হিসেবে প্রদান করা হয় ।
উপস্থিত মুসল্লিগণ মহান আল্লাহ জাল্লা শানুহুর শুকরিয়া আদায় করেন এবং একই সাথে বিদায়ী ১৩ জন হাফেজের শ্রদ্ধাভাজন ওস্তাদ , মসজিদ কমিটির সেক্রেটারি ও সম্মানিত পিতা-মাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।