1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত নরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন সাংবাদিক মিঠুন সরদারের ওপর সন্ত্রাসী হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ  সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছেলে মোয়াজ্জেম নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ যুবক গ্রেফতার লামায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি বাস দুর্ঘটনা আহত ২৫ জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা আলতাদিঘী জাতীয় উদ্যানে পর্যটকদের মন কেড়েছে “কুঁড়েঘর “রেস্টুরেন্ট দৌলতদিয়ায় রাতের আধারে রেলের জায়গায় ঘর তোলা ব্যাক্তি জামায়াতের কেউ নন বলে সংবাদ সম্মেলনে দাবি দৌলতদিয়া নৌরুটে দালাল চক্রের হাতে প্রকৌশলী লাঞ্চিত, ফেসবুক লাইভে এসে বিচার দাবি

এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৬ বার পঠিত

এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকার

এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে ইউএনও মো. মুস্তাফিজুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ ভ্যানু পরিবর্তনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।

পরীক্ষার্থী মো. রাহাত শেখ ও জিহাদ হোসেন বার্তা২৪.কমকে জানায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে সরকার। তাতে বালিয়াকান্দি সরকারি কলেজের পরীক্ষার্থীদের ভ্যানু নির্ধারণ করেছে মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজে। যা তাদের কলেজ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। ওই কলেজের যাতায়াত ব্যবস্থাও খুবই খারাপ। তাদের সময় অনেক নষ্ট হবে।

তারা আরও জানায়, সরকারেরই নির্দেশনা রয়েছে ভেন্যু হতে হবে মূল কেন্দ্রের সবচেয়ে কম দূরত্বের কোন শিক্ষা প্রতিষ্ঠানে। সে ক্ষেত্রে তাদের ভেন্যু হওয়ার কথা বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। এই কলেজেই অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা।

আরেক পরীক্ষার্থী অনিকা তাহসিন অজপাড়া গাঁয়ে প্রতিষ্ঠিত একটি কলেজে তাদের পরীক্ষার ভ্যানু নির্ধারিত হওয়ায় তারা আতঙ্কিত। যাতায়াত ব্যবস্থা যেমন লাজুক তেমনি ওখানে আবাসিক কোন ব্যবস্থাও নেই। ওখানে ভ্যানু হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। ভেন্যু পরিবর্তন করে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার ভেন্যু নির্ধারণ করার দাবি তার।

বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহ নেওয়াজ পারভেজ বার্তা২৪.কমকে জানান, ২৬ জুন বৃহস্পতিবার থেকে শুরু হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা। তারই ধারাবাহিকতায় সরকার ১৭ মার্চ সারাদেশের পরীক্ষার কেন্দ্র ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে। তাতে তার কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারিত হয়েছে শহর থেকে অনেক দূরে। যেখানে পরীক্ষার্থীদের যেতে অনেক কষ্ট হবে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ভ্যানু পরিবর্তনের জন্য তিনি ইউএনওর কাছে লিখিত আবেদন করেছেন।

ইউএনও মো. মুস্তাফিজুর রহমান চৌধুরী জানান, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদেও সঙ্গে আলোচনা করবেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থী মো. রাহাত শেখ, মো. জিহাদ হোসেন, অনিকা তাহসিন। বিক্ষোভ শেষে বক্তব্য রাখে সুপ্তি, অথৈই কুন্ডু, তন্নী, নিপা জান্নাত, মায়া, সিজান, সিয়াম, উৎস, ইথুন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD