পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের উদ্বোধন করলেন আরএমপির পুলিশ কমিশনার
মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী
আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৪ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্স মাঠে আরএমপি’র উদ্যোগে পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্ট ২০২৫ এর ফুটবল, ক্রিকেট, ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামন্টের শুভ উদ্বোধন করেন।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
বিভিন্ন খেলায় অংশগ্রহণের মাধ্যমে পুলিশ সদস্যরা তাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করবে যা তাদের দায়িত্ব পালনে আরও বেশি মনোযোগী এবং উদ্যমী করে তুলবে।