শালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মনিরুল ইসলাম।
সহকারী শিক্ষক (গণিত) মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আওয়াল।
এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম।
এবং ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহাদাত হোসেন,সহকারী শিক্ষক মাহবুবুল হক সহ ম্যানেজিং কমিটির সদস্যগণ,স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবগণ উপস্থিত ছিলেন।