ফরিদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৩য় দিনের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ
আজ রবিবার (১৮ ই ফেব্রিয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ)
(৩য় দিন) ফরিদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক ২য় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ৩য় দিনের পরীক্ষা (১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং)অনুষ্ঠিত হয়েছে।উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মোর্শেদ আলম,পিপিএম, পুলিশ সুপার,ফরিদপুর জেলা মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগণ স্বচ্ছ,নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ সহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।