রাজশাহীতে থামানো যাচ্ছে না নকশাবহির্ভূত ভবন নির্মাণ , একের পর এক বিধি বহির্ভূত নির্মাণ কাজ চালু রয়েছে ।
_______রাজশাহী ব্যুরো
রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলীর বাড়ির পাশেই বিশাল ভবন নির্মাণ করছেন গোলাম আজম। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদিত নকশার বাইরে গিয়ে এ ভবন নির্মাণ করছেন তিনি। এ কারণে আরডিএ বরাবর অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলীর পরিবার। আরডিএ অভিযোগ তদন্ত করে ওই ভবন নির্মাণে অনিয়মের সত্যতা পায়। যার প্রেক্ষিতে নির্মাণ কাজ বন্ধ রাখার পাশাপাশি ভবনটির চারদিকের প্ল্যানবহির্ভূত বর্ধিত অংশ ভেঙে ফেলতে বা সরিয়ে নিতে ২০২৩ সালের নভেম্বর মাসে চিঠি দেন আরডিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তা। কিন্তু ওই নির্দেশনা অমান্য করে ভবনটির অবৈধ অংশ না ভেঙেই গোলাম আজম ভবনের নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। এরই মধ্যে ভবনটির চারতলা নির্মাণের পর পাঁচতলার জন্য কলাম ঢালাই দেওয়া হচ্ছে। সূত্রমতে আদালত কর্তৃক নির্দেশনা না পাওয়া পর্যন্ত গোলাম আজম নির্মাণ কাজ অব্যাহত রাখবেন । স্থানীয় বাসিন্দারা অপেক্ষায় রয়েছে কবে কারণ দর্শানোর জবাব দাখিলের দিন শেষ হবে । এমনকি নিজের সুবিধামতো বাড়ি নির্মাণ বাড়ছে রাজশাহী নগরীতে। মানা হচ্ছে না ভবন নির্মাণ আইন। ইমারত নির্মাণ বিধিমালা কেবল নকশায়, বাস্তবে এর প্রতিফলন নেই। অনেকেই নিজেদের সুবিধামতো নির্মাণ করছে নানা ডিজাইনের বাড়ি। অপরদিকে নগরীর ১২ নং ওয়ার্ডের রানীবাজার টাইলস পট্টি এলাকায়
যৌথভাবে ভবন নির্মাণের মালিকানায় আছেন মো: পাভেল, তার মা ও বোন। নকশার বিচ্যুতি ঘটিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ড্রেনের ওপর বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন তারা। এ ঘটনায় গত (৯ হতে ১১ ফেব্রুয়ারি) প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন চ্যানেলগুলোতে খবর প্রকাশিত হয় । রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অথরাইজড শাখার বিল্ডিং ইন্সপেক্টর আরিফ হোসেন নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। বরং নির্মাণ কাজ চলমান রয়েছে। এ বিষয়ে বিল্ডিং নির্মাণকারীকে কাজ বন্ধের জন্য আইনি প্রক্রিয়ায় আরডিএ নোটিস প্রদান করেন । সূত্র জানায় জবাব দাখিলের তারিখ অতিবাহিত হলে আদালতের মাধ্যমে বিষয়টি বিহিত করা হবে ।