চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত।
মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান.শ্রমিক ইউনিয়নের-সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে । (১৭ই ফেব্রুয়ারী) শনিবার সকাল ১০টায়,আলহাজ্ব ফজলুুল হক শেলী,ট্রাক টার্মিনালে,এই সাধারন সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান,শ্রমিক ইউনিয়নের সভাপতি,জনাব আইয়ুব আলীর সভাপতিত্বে,বাবর আলী (রুমনের) সঞ্চালনায়,সভায় উপস্থিত ছিলেন,জেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক.জনাব আব্দুল খালেক,তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন,কোন নেতা যদি আপনাদের অপছন্দনীয় হয়,তাহলে আগামী নির্বাচনে, প্রয়োজনে ভোটের মাধ্যমে নেতা পরিবর্তন করে নিবেন। কিন্তু কোন মুহূর্তে সংগঠনকে দুর্বল করা যাবে না আমাদের সবাইকে,ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্য অতি জরুরী,ঐক্য না থাকলে,একটি কুচক্রী মহল,আমাদের মাঝে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করবে,তাই আগামী দিনে সবাই,কে ঐক্যবদ্ধ ভাবে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে,সকল শ্রমিকদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানান।
সভায় বক্তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রাক, ট্যাংকলরী,ও কার্ভাড শ্রমিক ইউনিয়নের,আসন্ন সাধারণ নির্বাচনের বিষয় নিয়ে,আলোচনা করেন। এছাড়া শ্রমিকদের জীবন মান উন্নয়নে,স্বার্থসংশ্লিষ্ট বিষয়,এবং বাৎসরিক আয় ব্যায়ের হিসাব নিকাশ সহ,বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,সিনিয়র সহসভাপতি, নাইরুল ইসলাম, সহসভাপতি হুমায়ন কবির,সাংগঠনিক সম্পাদক শামিউল ইসলাম, আব্দুল কাদের (রাজন) সহ বর্তমান ক্যাবিনেটের কার্যনির্বাহী কমিটির,সদস্যবৃন্দ সহ উপস্থিত ছিলেন সকল কার্ডধারী শ্রমিক।
এবং সভার কাজ সুস্থ সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।