রাজশাহীর বাগমারায় গাজার গাছসহ আটক ১।
__________রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাগমারায় গাঁজার গাছ সহ বাবু প্রামানিক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবুর বাড়ি গোবিন্দপাড়া ইউনিয়নের পারদামনাশ পশ্চিমপাড়া গ্রামে । তার পিতার নাম মৃত পাঞ্জাব আলী প্রামানিক । দীর্ঘদিন থেকে বাবু তার বসতবাড়ির সামনে আঙ্গিনায় গাঁজা চাষ ও বিক্রয় করে আসছিল ।
গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব- ইন্সপেক্টর উৎপল কুমার সরকার ও এএসআই জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স সহ তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
এসময় সেখান থেকে তাজা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ । প্রথমে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে বাবু প্রামানিক । পরে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়।
এঘটনায় বাগমারা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি অরবিন্দ রায় গণমাধ্যমকে বলেন, তাজা গাঁজার গাছ সহ আসামিকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামি বাবু প্রামাণিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।