নরসিংদী পাবলিক কলেজ এর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ
আজ বুধবার (১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) নরসিংদী পাবলিক কলেজ এর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার,জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।পুলিশ সুপার তরুণদেরকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি বলে উল্লেখ করেন।তাদের অগ্রযাত্রা হবে আলোর পথে,জ্ঞানের পথে,সুন্দরের সাথে-সেই প্রত্যাশা ব্যক্ত করেন।পুলিশ সুপার শিক্ষার্থীদেরকে পড়াশুনায় মনোযোগী হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠা এবং সত্যকে ধারণ করে লালন করে সৎ পথে চলে সত্যের আদর্শ মেনে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।শিক্ষার্থীরা যাতে মাদক বা অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে থাকে সেদিকে সর্তক দৃষ্টি রাখার জন্য শিক্ষকদেরকে আহবান জানান।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলমগীর হোসেন ভূঞা সভাপতি,নরসিংদী পাবলিক কলেজ ও নরসিংদী ইনোভেশন ওয়েলফেয়ার ট্রাস্ট,জনাব এস.এ.এম. ফজল ই-খুদা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নরসিংদী,জনাব মোহাম্মদ কামরুজ্জামান, অফিসার ইনচার্জ,মাধবদী থানা,নরসিংদী।