বালিয়াকান্দী সোনাকান্দ জামে মসজিদে ১১ শতাংশ জমি দান ও উন্নয়ন কাজ চলমান
বালিয়াকান্দী প্রতিনিধি ঃ রাজবাড়ি বালিয়াকান্দী নারুয়া ইউনিয়ন এর সোনাকান্দ মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজে সবার সহযোগীতা কামনা করেন সাহেব আলি।
সোনাকান্দর মধ্যপাড়া জামে মসজিদের গত দুই বছর আগে ৮ শতাংশ জমি নিয়ে মসজিদের কাজ শুরু হয়েছিল, গত শুক্রবার মসজিদের সম্মানিত সভাপতি মোঃ সোলায়মান হোসেন পৈত্রিক সম্পত্তি থেকে ১১ শতাংশ জমি মসজিদের নামে দিয়েছেন এবং আমিন দ্বারা জায়গা নির্ধারিত করে মেপে গত শুক্রবারে বুঝিয়ে দিয়েছেন।
এ সময় এলাকাবাসী বলেন আমরা একতা হয়ে এই মসজিদের উন্নয়নমূলক কাজ যেভাবে করলে ভালো হয় সেভাবে সবাই মিলে আমরা করব, মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ রোকনুজ্জামান খুতবার মধ্যে সবার উদ্দেশ্য করে বলেন, প্রিয় এলাকাবাসী আপনারা সবাই আল্লাহর ঘরের দিকে তাকাবেন আল্লাহতালা তার জান্নাতের মধ্যে আপনাদের ঘরের সুব্যবস্থা করবে।
এ সময় এলাকাবাসী আরো বলেন
আমাদের সাহেব আলী ভাই মসজিদের জন্য যেভাবে কাজ করেন অতি দ্রুত আমাদের মসজিদ অনেক উন্নয়ন হবে ইনশাল্লাহ।