1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ জুন ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইবিতে জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন রাজবাড়ীতে ঘুষ নেওয়ার অভিযোগ ঢাকতে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার গোয়ালন্দ পৌরসভায় এডিবির ট্রেন্ডার অনুষ্ঠিত ঘাটাইলে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে কিশোরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় গ্রেপ্তার ৩ বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু চসিক মেয়র ডাঃ শাহাদাত চলতি অর্থবছরের ২হাজার ১ শত ৪৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা চ্যাটজিপিটি দিয়ে অনলাইনে আয় ২০২৫ সালের স্মার্ট ইনকামের পথ

র‍্যাব-১৪ অভিযানে নেত্রকোণার দুর্গাপুরে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুনের ঘটনায় গ্রেফতার – ১। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ বার পঠিত

র‌্যাব-১৪ অভিযানে নেত্রকোণার দুর্গাপুরে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুনের ঘটনায় গ্রেফতার – ১

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

জমি সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোণার দুর্গাপুরে মামাতো ভাইয়ের হাতে ভিকটিম মিলন মিয়া (৫০) এর খুনের ঘটনায় মামলার মূল আসামী সোহেল মিয়া (২১) কে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪,ময়মনসিংহ।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া বাউরতলা গ্রামের মৃত আবু হানিফ কাজীর পুত্র মিলন মিয়া এর সাথে তারই মামাতো ভাই আসামী রাশিদ ও রাশিদের ছেলে সোহেল, মামুনের সাথে দীর্ঘদিন ধরে জমি -জমা নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিল। উক্ত বিরোধের জেরে চলতি বছরের ২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ভিকটিম মিলন মিয়া নিজের জমিতে কাজ করছিলেন। কিছুক্ষণ পর মামলার ১ নং আসামি সোহেল মিয়াসহ অন্যান্য আসামিরা জমিতে এসে চাষ না করা ও জমি থেকে চলে যাওয়ার কথা বললে, তাদের মাঝে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আসামিদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ভিকটিম মিলন মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। ভিকটিমের আর্ত-ডাক চিৎকারে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ হত্যার ঘটনায় নেত্রকোণা জেলাসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সোমা খাতুন বাদী হয়ে ৪ জনকে আসামি করে দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩। ঘটনার পর আসামিরা পলাতক ছিল।এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সদর ব্যাটালিয়ন এর উপ-পরিচালক অপারেশনস্ অফিসার মোঃ আনোয়ার হোসেন এর নেতেৃত্ব একটি আভিযানিক দল র‍্যাব -৭, চট্টগ্রাম এর সহায়তায় ইং ১০ই ফেব্রুয়ারী গভীর রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের মূলহোতা আসামী সোহেল মিয়াকে (২১) গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD